চাঁদপুরের কাছে ডাকাতিয়া নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, সদর উপজেলার মমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবোঝাই ট্রলারটি ঘন কুয়াশার মধ্যে এমভি ইকবাল-১ নামে বাল্কহেডটিকে ধাক্কা দেয়। সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে এ সময় ১১ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন। আরও একটি মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।