বারানাই নদীর ওপর নির্মিত রাবার বাঁধটি রাজশাহী অঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এর ফলে কয়েক বছর ধরে তারা সহজেই সেচের পানি পাচ্ছেন। পাশাপাশি বারানাই নদীর উভয় পাড়ে বসবাসকারী মানুষের জীবনযাত্রাকেও সহজ করেছে এই বাঁধ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রায় দুই বছর আগে রাজশাহীর পুঠিয়া উপজেলার জগদীশপুরে বারানাই নদীর ওপর বাঁধটি নির্মাণ করে, যা বিপুলসংখ্যক মানুষের ভাগ্য খুলে দেয়। রাবার বাঁধে জমা হওয়া পানি সেচকাজে ব্যবহারের মাধ্যমে বর্তমানে এই অঞ্চলের কৃষকরা মান্দা, বাগমারা, নলডাঙ্গা ও পুঠিয়া উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর চরে প্রায় ১৫ প্রজাতির ফসল ও সবজি আবাদ করতে পারছেন।
বাগমারা ও নলডাঙ্গা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বারানাই নদীর ওপর ১৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৬২ মিটার রাবার বাঁধটি নির্মাণ করা হয়। নদীর আরেকটি অংশ মান্দা, মোহনগঞ্জ, নৌহাটা ও পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাঁধ নির্মাণের ফলে সারা বছরই নদীতে পানি থাকে, যা পার্শ্ববর্তী জমিতে সেচের কাজে ব্যবহার করা হয়। এভাবে স্থানীয় কৃষকরা এখন বছরে তিনটি ফসল ফলাচ্ছেন। সেই সাথে স্থানীয় নানা প্রজাতির মাছও পাওয়া যাচ্ছে নদীতে। এলাকার উল্লেখযোগ্য সংখ্যক এই মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন।