চীনের অভ্যন্তরীণ নৌপথে বছরওয়ারি যাত্রী পরিবহন ফেব্রুয়ারিতে কমেছে। একইভাবে সড়কপথে যাত্রী পরিবহন কমার তথ্যও দেশটির পরিবহন মন্ত্রণালয়ের উপাত্তে উঠে এসেছে।
ফেব্রুয়ারিতে চীনের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহন হয় মোট ১ কোটি ৭ লাখ ৩০ হাজার। ২০২১ সালের একই সময়ের তুলনায় তা ২ দশমিক ৭ শতাংশ কম। এই সময়ে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহন সবচেয়ে বেশি বেড়েছে দ্বীপ প্রদেশ হাইনানে। ফেব্রুয়ারিতে বছরওয়ারি যাত্রী পরিবহন ১৪৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে প্রদেশটিতে।
অন্যদিকে ফেব্রুয়ারিতে সড়কপথে প্যাসেঞ্জার টিপের সংখ্যা ছিল মোট ৩৩ কোটি ৩২ লাখ ৮০ হাজার, গত বছরের একই সময়ের তুলনায় যা ২২ দশমিক ৮ শতাংশ কম। সার্বিকভাগে কমার প্রবণতা দেখা গেলেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে সড়কপথে যাত্রী ট্রিপ গত বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
খবর : সিনহুয়া