কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়নে ৬৯২ কোটি ৬৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১০ আগস্ট অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
দুধকুমার নদী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করে নাগেশ্বরী উপজেলার ভেতর দিয়ে ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে সদর উপজেলার যাত্রাপুরে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। খরস্রোতো এই নদীর ভাঙনের কবলে পড়ে প্রতি বছর দুই পাড়ের বসতবাড়ি, আবাদি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু নদীর স্থায়ী ভাঙন রোধে স্বাধীনতার পর কোনো প্রকল্প নেওয়া হয়নি। সেদিক দিয়ে কুড়িগ্রামবাসীর জন্য প্রকল্পটি যেমন আকাক্সিক্ষত, একই সাথে গুরুত্বপূর্ণ। এলকাবাসী তাই প্রকল্পটি পাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকল্পটির আওতায় ১৫টি স্থানে প্রায় ২৫ দশমিক ৫৮ কিলোমিটার এলাকায় কাজ করা হবে। ফলে দুটি উপজেলা শহর নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী এবং সোনাহাট স্থলবন্দর, হাটবাজার, বিভিন্ন স্থাপনা, বসতি ও কৃষিজমি রক্ষা পাবে। পাশাপাশি বদলে যাবে এসব এলাকার প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য।
চলতি বছরের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।