বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ডুবো জাহাজে ধাক্কা লেগে মালবাহী জাহাজডুবি

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে ডুবে থাকা জাহাজের সাথে ধাক্কা লেগে ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামের একটি মালবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কারো প্রাণহানি হয়নি।

১৩ জুলাই সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের অদূরে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য লোহার পাইপ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির স্টিয়ারিং ফেল করায় ডুবো জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। জাহাজটি পরিচালনা করছে মেসার্স জেড শিপিং লাইন।

বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়, ১০ জুলাই এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ সাগরে ডুবে যায়। ওই স্থান এড়িয়ে চলার জন্য লাল বয়া দেয়া হয়েছিল। এমভি হ্যাং গ্যাং-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পদ্মা সেতুর গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির স্টিয়ারিং (সুকান) ফেল করায় এমভি ফুলতলা-১ জাহাজের সাথে ধাক্কা লেগে এটিও ডুবে যায়। জাহাজটির নাবিকরা পাশের একটি জেলেদের নৌকায় ওঠেন। এতে কেউ হতাহত হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here