বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ে ১৬ আগস্ট বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন সংস্থার চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এ সময় কার্যালয়-সংলগ্ন শীতলক্ষ্যার তীরে বিভিন্ন ধরনের ফলগাছ রোপণ এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দেশের নদীগুলো রক্ষায় উদ্যোগ নেন। তিনি নদী খননের লক্ষ্যে ড্রেজার কিনেছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নদী রক্ষায় উদ্যোগী হয়েছেন। বর্তমানে দেশে ৮০টি ড্রেজার রয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ চলছে। এছাড়া ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় আমরা কাজ করছি। এরই মধ্যে সীমানা পিলার স্থাপনের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজও চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। শেখ মাসুদ কামাল বলেন, নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়-সংলগ্ন শীতলক্ষ্যার তীরে শতাধিক ফলদ বৃক্ষ রোপণ করা হবে। এসব গাছের ফল শুধু পাখিদের জন্যই রাখা হবে। এছাড়া জাতির পিতার কর্মময় জীবন সাধারণ মানুষকে জানানোর লক্ষ্যে কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।