বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

‘চাকরি নয়, কাজ করে যেতে চাই ’- কমডোর আরিফ আহমেদ মোস্তফা

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে। সবখানেই দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাগিদ অনুভব করেছেন উদ্ভাবনী ও নতুন কিছু করার। সেখানেও সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার এক বড় দায়িত্ব। ৬ মার্চ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এদিন বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন। কমডোর আরিফ একে কেবল চাকরি হিসেবে নয়, দেখছেন কাজ হিসেবে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সারথি হিসেবে, বিআইডব্লিউটিএকে প্রস্তুত করার কর্তব্য হিসেবে।

এর আগে ৫ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেককেও ফুল ও উপহার তুলে দেন তিনি।

কমডোর আরিফ আহমেদ মোস্তফা জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের ১ জুলাই নারায়ণগঞ্জে। তিনি মীর্জাপুর ক্যাডেট কলেজ থেকে অত্যন্ত সফলতার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। কমডোর পদে পদোন্নতি পান ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ডিএসসিঅ্যান্ডএসসি, মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ নাইজেরিয়ার একজন অ্যালামনাই।

চাকরিজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বানৌজা দুর্জয়ের কমিশনিং এবং বানৌজা ওমর ফারুকের ডি-কমিশনিং অধিনায়কও ছিলেন তিনি। এ ছাড়া প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এস আর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসীনসহ আরও কয়েকটি জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমডোর আরিফ বাংলাদেশ নেভাল একাডেমি এবং বানৌজা ইসা খানস্থ গানারী স্কুলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। স্টাফ অফিসার হিসেবে নৌবাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তর ও নৌ সচিবালয় এবং বর্তমান পদবিতে ড্রাফটিং অথরিটি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়াও তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমডোর আরিফ সুদান ও লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেন। দায়িত্ব পালন করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের বেসামরিক-সামরিক সম্পর্ক অধিদপ্তরের মহাপরিচাক হিসেবেও। সেখানে তিনি পদাধিকারবলে ‘বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন কনভেনশন’ এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিজ ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে কমডোর আরিফ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। শান্তিকালীন সময়ে বিভিন্ন অপারেশনাল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি নৌ উৎকর্ষ পদক লাভ করেন। নাবিকদের ক্যারিয়ার প্ল্যানিং সংক্রান্ত বিভিন্ন যুগোপযোগী ও কার্যকর নীতি প্রণয়নের জন্য নৌপ্রধান কর্তৃক পেয়েছেন বিশেষ কমেন্ডেশন। এ ছাড়া এক্সারসাইজ ‘বজ্র আঘাত ২০১৯’ এ বিশেষ অবদানের জন্য আঞ্চলিক নৌ প্রশাসন কর্তৃপক্ষ তাঁকে লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করে। সুদানে শান্তিরক্ষা মিশনে বোট অফিসার হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ফোর্স কমান্ডার তাঁকে প্রশংসাপত্র প্রদান করেন।

নৌবাহিনীতে রুটিন টহল দায়িত্বের অংশ হিসেবে বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরে টহল প্রদান ছাড়াও বিশ্বজুড়ে ১৬,০০০ নটিক্যাল মাইলের বেশি সমুদ্রযাত্রার অভিজ্ঞতা রয়েছে কমডোর আরিফের।

 

নতুন চেয়ারম্যানকে বরণ

বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ৬ মার্চ এক অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান হিসেবে কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে বরণ করে নেওয়া হয়। নবনিযুক্ত চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মোহাম্মদ মনোয়ার উজ জামান (যুগ্ম সচিব) বলেন, সংস্থার কর্মকর্তা-কর্মচারী যথেষ্ট সহযোগী মনোভাবাপন্ন। যেকোনো কাজে সহযোগিতা করতে তারা প্রস্তুত। সব সময়ই তাদেরকে আপনার পাশে পাবেন।

কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মোঃ সেলিম ফকির, এনডিসি বলেন, বিআইডব্লিউটিএ এমন একটি বৃহৎ প্রতিষ্ঠান, যেখানে অনেক কিছু করার আছে। আপনার নেতৃত্বে বিআইডব্লিউটিএর হয়ে আমরা সবাই দেশের জন্য, জনগণের জন্য এবং ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই।

নিজের লেখা একটি কবিতা পাঠের মধ্য দিয়ে কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে বিআইডব্লিউটিএতে স্বাগত জানান বিআইডব্লিউটিএএর সদস্য (প্রকৌশল) ড. এ. কে. এম. মতিউর রহমান। কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন উদ্যোগ নবাগত চেয়ারম্যান এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ কাজে তাঁকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিদায়ী চেয়ারম্যানের মতো তিনিও বিআইডব্লিউটিএর সকল কর্মীকে সাথে নিয়ে কাজ করে যেতে চান বলে জানান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। তবে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে জানিয়ে কমডোর আরিফ বলেন, বিদায়ী চেয়ারম্যান সংস্থাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনাদের সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় সেটা ধরে রেখে বিআইডব্লিউটিএকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাব। দেশের জন্য কিছু করার চেষ্টা করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here